
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ব্যাংকার শাহিন গাজী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় কলারোয়ার খোরদো বাজার সংলগ্ন পাকুরিয়া মোড়ে এলাকাবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শাহিন গাজী হত্যার বিচার দাবি করেন বক্তারা। ব্যানার-ফেস্টুনসহ বিপুলসংখ্যক পুরুষ ও নারীর উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে স্লোগানে স্লোগানে হত্যার বিচার দাবি করা হয়। বক্তব্য দেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে, প্রভাষক আব্দুল মান্নান, নিহত শাহিন গাজীর পিতা ইয়াকুব্বর গাজী, মা শিরিনা বেগম, স্ত্রী ঝরনা বেগম প্রমুখ। উল্লেখ্য, গত ৪ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে পাকুড়িয়া গ্রামের ব্যাংকার শাহিন গাজীকে ধারালো অস্ত্রে জখম করার ৯ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সাতক্ষীরা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধন সঞ্চালন করেন আবুল হোসেন বাবু।