কলারোয়া প্রতিবেদক: “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজের প্রত্যেক নারীই জয়িতা। একজন নারীও নেই যে তারা জয়িতা নয় এবং প্রত্যেক নারীই সমাজে নিজ ভূমিকায় কোন না কোনভাবে জয় করছে। (সোমবার) ৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলেচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার এঁর সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, সমবায় অফিসার অনিমেষ কুমার, দারিদ্র্য বিমোচন অফিসার সাইফুল ইসলাম, কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন অবদানে সাফল্য অর্জনকারী ৫ জয়িতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শিউলী পারভীন, শিক্ষা-চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হুমাইরা ইয়াসমিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা শাইলা জাহান , নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন গড়ার সাহসী নারী মাহফুজা খাতুন ও সফল জননী হিসেবে শাহানাজ পারভীনকে উপহার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপজেলার দায়িত্বরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এবং জয়িতাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট
পূর্ববর্তী পোস্ট