
কলারোয়া ব্যুরো:
বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে স্কাউটস’র প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল’র ১৬৬ তম শুভ জন্মবার্ষিকী উৎযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিপি দিবস উৎযাপনে র্যালি, আলোচনা সভা ও কেক কেটে মিষ্টি মুখ করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস’র সভাপতি রুলী বিশ্বাস।
উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম রোকনুজ্জামান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, ক্রীড়াব্যক্তিত্ব এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক পারুল আক্তার, প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন, শিক্ষক আবুবকর ছিদ্দীক, শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক স্বপন চৌধুরী, শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক অনুপ কুমার ঘোষ, শিক্ষক আব্দুল ওহাব মামুন, শিক্ষিকা মেহজাবিন সুলতানা সহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও স্কাউটস’র ছাত্র-ছাত্রীরা। পরে কেক কেটে সকলকেই মিষ্টিমুখ করানো হয়। সব শেষে স্কাউটস কর্মকর্তা মাস্টার আলতাফ হোসেনের পরিচালনায় এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।