কলারোয়া ব্যুরো: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান প্রিমিয়ার ছাত্রসংঘের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর ইনস্টিটিউট চত্বরের মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কলারোয়া প্রিমিয়ার ছাত্রসংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে বক্তব্য দেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, উপদেষ্টা সমাজসেবক এনায়েত খান টুনটু, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন, আরিফুল হক চৌধুরী, ফারুক রাজ, শেখ ইউসুফ, নাহিদ হাসান, ইমাম হোসেন, নাহিদ হোসেন প্রমুখ। বক্তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণের পাশাপাশি দরিদ্র শিক্ষার্থী, বিপন্ন মানুষের জন্য সহায়তা কার্যক্রম আরও এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রিমিয়ার ছাত্রসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান। আলোচনা সভা শেষে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর এক বর্ণাঢ্য র্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে। পরে কেক কেটে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষার্থীসহ সকলের মাঝে তা বিতরণ করা হয়।