রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে সক্রিয়করণ ও বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্যের দূরীকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদের অডিটরিয়ামে ক্রিশ্চিয়ান এইড এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এবং নাগরিক উদ্যোগ’র আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল, সহকারী সমাজসেবা অফিসার মো. ইসরাফুল হোসেন প্রমুখ। কলারোয়া উপজেলার কয়লা, জালালাবাদ, জয়নগর, কুশোডাঙ্গা, লাঙ্গলঝাড়া, কেড়াগাছি, হেলাতলা ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এ মতবিনিময় সভায় অংশ নেন।