
কলারোয়া ব্যুরো:
কলারোয়ায় নানান আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিবস পালনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ মার্চ সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমেই পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, সহকারী কমিশনার (ভ‚মি) তাহমিনা সুলতানা নীলা, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, পরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌরসভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, প্রভাষক আবুল বাশার, থানা প্রশাসনের পক্ষে ওসি নাসির উদ্দীন মৃধা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তার, আওয়ামী লীগের পক্ষে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা কাজী আসাদুজ্জাসান সাহাজাদা, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সভাপতি শেখ শহিদুল ইসলাম, শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাংবাদিক দীপক শেঠ, গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, আমানুল্লাহ কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের পক্ষে সহকারী অধ্যাপক রামাকান্ত সরকার, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ছাত্রলীগ, তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-পেশাজীবি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) তাহমিনা সুলতানা নীলা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জাসান বুলবুল, ওসি নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, শিল্পকলা একাডেমির কর্মকর্তা শিলা রানী হালদার প্রমুখ।
এদিকে, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কয়লা মাধ্যমিক বিদ্যালয়, হেলাতলা মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় বলে জানায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। দিবসটি উদযাপনে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা, বিভিন্ন ভবনে আলোকসজ্জ্বাকরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।