
কলারোয়া ব্যুরো: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন ইউএনও কৃষ্ণা রায়। রবিবার নবাগত ইউএনও কৃষ্ণা রায় এঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ইউএনও রুলী বিশ্বাস। কৃষ্ণা রায় এঁর জন্মভূমি বাগেরহাট জেলা সদরে বলে জানা গেছে। এর আগে নবাগত এই নির্বাহী অফিসার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। কলারোয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও কৃষ্ণা রায়কে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। এদিকে, নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে ফুলেল শুভেচ্ছা জানান কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান ও সেকেন্ড অফিসার মো. নূর ইসলাম।