কলারোয়া ব্যুরো: কলারোয়ায় জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক নতুন সূর্য’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ‘আমরা ন্যায়ের পক্ষে’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করা ‘দৈনিক নতুন সূর্য’ তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আজ বুধবার সকাল ১১ টায় র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। দৈনিক নতুন সূর্য’র সম্পাদকমন্ডলীর সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
সম্মানিত পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা-শুভকামনা জানিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক নতুন সূর্য’র সম্পাদক আরিফুল হক চৌধুরী। অ্যাডভোকেট শেখ কামাল রেজা, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া বেঙ্গল টাইগার্স মুক্ত স্কাউটস’র প্রতিষ্ঠাতা শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, এমএ সাজেদ, মোজাহিদুল ইসলাম, মোস্তফা হোসেন বাবলু, জুলফিকার আলী, তাজউদ্দীন আহমদ রিপন, মোর্তজা হাসান, জাহাঙ্গীর আলম লিটন, জাহাঙ্গীর হোসেন, আইয়ুব হোসেন, জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, নাজমুল হোসেন, মিন্টু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন ও প্রভাষক আসাদুজ্জামান ফারুকী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান মজিদ থেকে তেলওয়াত করেন রেজাউল ইসলাম, গীতা পাঠ করেন শিক্ষার্থী অথৈ পাল রিংকু, বাইবেল থেকে পাঠ করেন শিক্ষার্থী ক্রিষ্টিনা মন্ডল। এর আগে বেঙ্গল টাইগার্স মুক্ত স্কাউট দলের সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।