কলারোয়া ব্যুরো:
কলারোয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদযাপিত হয়েছে। সোমবার এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিলো: প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’। পুষ্পস্তবক অর্পণ ও র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের প্রেক্ষাপটের উপর এক আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি ও সুফল তুলে ধরেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি গাজী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, হিসাব রক্ষণ কর্মকর্তা তুহিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার রোকোনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা সিভিল ডিফেন্স কর্মকর্তা অপু বিশ্বাস, আনসার-ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।