নিজস্ব প্রতিবেদক:
কলারোয়ায় গ্লোবাল অল্টারনেটিভ মেডিকেল ইনস্টিটিউট ডাক্তার ও নার্সিং প্রশিক্ষণ শুভ উদ্বোধন হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় হাসপাতাল রোডে রেডো স্বাস্থ্য কেন্দ্রে এ উদ্বোধন হয়।
রঘুনাথ নগর মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ও হৃদয় স্বাস্থ্য কেন্দ্রের উপদেষ্টা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অনুষ্ঠানে শুভ উদ্ধোধন করেন দৈনিক নতুন স‚র্য’র সম্পাদক মোঃ আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, গ্লোবাল অল্টারনেটিভ’র আঞ্চলিক পরিচালক ডাক্তার শহিদুল ইসলাম, সহকারি আঞ্চলিক পরিচালক শেখ আসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন টিটু, ফুলবাড়িয়া হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজউদ্দীন, গ্রাম ডাক্তার আব্দুস সালাম। সমগ্র অনুষ্টান সঞ্চলনা করেন, রিডো স্বাস্থ্য কেন্দ্রর পরিচালক মোঃ আমিরুল ইসলাম।