রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: কলারোয়ায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অভিভাবক, ১৩ টি স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, ক্লাবটির অভিভাবক সদস্যদের নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তারের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স.ম. মোর্শেদ আলী ভিপি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের মানুষের উন্নয়নে স্বার্থের জন্য যেসকল নতুন নতুন কাজ করে যাচ্ছে তা অতুলনীয় একটা বিষয়। এজন্য আপনারা নিজ নিজ এলাকা থেকে যেসমস্ত দায়িত্ব আছেন, সঠিক ভাবে পালন করার চেষ্টা করবেন এটাই আমার প্রত্যাশা। সভাটিতে আগত অভিভাবক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন।
কলারোয়ায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটি’র সভা
পূর্ববর্তী পোস্ট