কলারোয়া ব্যুরো: মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত আব্দুল গফ্ফার (৮০) এঁর প্রথম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাভরে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জোহর নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোমরপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাও. জামিরুল ইসলাম। দোয়ানুষ্ঠানে শরিক হন বীর মুক্তিযোদ্ধা আবু ইব্রাহিম, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলি, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রয়াত কমান্ডার আব্দুল গফ্ফারের পুত্র জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল হামিদসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত বছরের (২০২২) ১৩ ডিসেম্বর মহান বিজয় দিবসের মাত্র দুই তিন আগে মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার মৃত্যুবরণ করেন। একাত্তরে তিনি ভোমরা, কাকডাঙ্গা, খোরদো, চন্দনপুর, সোনাবাড়িয়াসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সম্মুখযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। একাত্তরের ৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদার বাহিনী মুক্ত হওয়ার পরও তিনি যোগ দিয়েছিলেন মনিরামপুরসহ একাধিক এলাকা মুক্ত করার সংগ্রাম ও যুদ্ধে।
কলারোয়ায় কমান্ডার আব্দুল গফ্ফারের মৃত্যুবার্ষিকী পালিত
পূর্ববর্তী পোস্ট