কামরুল হাসান।। কলারোয়ায় কপাই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনালে শ্যামনগর ফুটবল একাডেমি শিরোপা জয় করেছে।
শনিবার (২৫ অক্টোবর) কলারোয়া ফুটবল ময়দানে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২-১ গোলে সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমি ধুলিহর সুপারস্টারকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
হাজার হাজার দর্শক পরিপূর্ণ এ খেলায় অনুপম ক্রীড়াশৈলী প্রদর্শন করে শ্যামনগর ফুটবল একাডেমি
খেলার প্রথমার্ধে দলকে ২-০ গোলে এগিয়ে রাখে।
খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোলে ধুলিহর সুপারস্টার ফুটবল যুব সংঘ ব্যবধান কমিয়ে আনলে খেলাটি ২-১ গোলে শেষ হয়।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলাম, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, কপাই সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, যুবদল নেতা এম এ হাকিম সবুজ প্রমুখ। খেলার সেরা খেলোয়াড় বিবেচিত হন শ্যামনগরের বাপ্পি। উদীয়মান খেলোয়াড় উজ্জল, সেরা গোলদাতা আমির আলী ও টুর্নামেন্ট সেরা হয়েছেন বাদশা।
খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দীন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন, মোশাররফ হোসেন, মিয়া ফারুক হোসেন স্বপন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আবু তাহের মোল্লা ও মমতাজুল ইসলাম চন্দন জানান, খেলা উপলক্ষে আয়োজিত র্যাফেল ড্র রাতে অনুষ্ঠিত হবে।

