
কামরুল হাসান: কলারোয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২৫’ পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার(১২ মে) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বাপি দাস। বক্তব্যে তিনি, নার্সদের স্বাস্থ্য ও কল্যাণের উপর গুরুত্ব আরোপ করে বলেন নার্সরা সুরক্ষিত থাকলে ও তাঁদের স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি শক্তিশালী হবে। সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হাসান মামুনুর রহমান, সহকারী ডেন্টাল সার্জেন ডাক্তার সাইফুল ইসলাম, নার্স সুপারভাইজার বিলকিস খাতুন, সিনিয়র নার্স পুতুল সিকদার, মন্জুয়ারা খাতুন, মাফুজা খাতুন ও কবিতা রানীসহ নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সব শেষে নার্সদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।