সেলিম খান, কলারোয়া থেকে: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রথম বারের মতো অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখা অগ্রণী দুয়ার ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলার বিপরীতে দুয়ার অগ্রণী ব্যাংক শাখার উদ্বোধন করা হয়। সাতক্ষীরা অগ্রণী ব্যাংকের প্রধান জিল্লুর রহমানের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়ার পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএম ইস্রাফিল হোসেন, ইমরান হাওলাদার, কলারোয়া বাজার কমিটির সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক আলিমুুর রহমান, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এড. শেখ কালাম রেজা, পৌর কাউন্সিলর জি এম শফিকুল আলম সুফি, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, মহিলা পৌর কাউন্সিলর ফারহানা হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এজেন্ট ব্যাংকিং শাখার অগ্রণী দুয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পিয়ারে আশেকে রাসূল সুমন। শুভ উদ্বোধনটি আয়োজন করেন এশার এন্টারপ্রাইজ অগ্রণী দুয়ার ব্যাংক কলারোয়া শাখা। অনুষ্ঠানটির সার্বিকভাবে পরিচালনা করেন বিশিষ্ট ক্রিড়া অনুরাগী শিক্ষক শেখ শাজাহান আলী শাহীন।