নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি রুপোরগাতী হাজীবাড়ি জামে মসজিদের শুভ উদ্বোধন ও জাহানারা মোকসেদ ফাউন্ডেশন উদ্বোধন এবং মানবিক সংগঠনের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর দেড়টায় জাহানারা মোকসেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, বিশেষ অতিথি খালেদা আয়ুব ডলী, প্রভাষক সাইদুর জামান সাইদ, জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, বুড়িগোয়ালিনী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, ইউপি সদস্য আঃ রউফ, কামরুল ইসলাম। বক্তারা সবাই শ্যামনগর সাতক্ষীরা সকল স্বেচ্ছাসেবীদের কাজের ভুয়াশী প্রশংসা করেন। এসময় খুলনা বিভাগের সাতক্ষীরা, কয়রা ও শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চলের সর্বমোট ৩১টি সংগঠনকে মানবিক সামাজিক খেলাধুলায় সমাননা স্মারক প্রদান করেন।
কলবাড়ি রুপোরগাতী হাজীবাড়ী জামে মসজিদের শুভ উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট