খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে পাঁচশ ৬০ কর্মহীন বাসচালক ও হেলপারদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ পর্যন্ত এক হাজার দুইশত ২০ কর্মহীন বাসচালক ও হেলপারের মাঝে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো এক হাজার ৮০ কর্মহীন বাসচালক ও হেলপারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি: