নিজস্ব প্রতিবেদক: পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। গত ১৯ শে মার্চ বৃহস্পতিবার সকাল থেকে ২৪ শে মার্চ মঙ্গলবার পর্যন্ত সদর উপজেলার ফিংড়ি, চালতেতলা, সরকারি কলেজ মোড়, নিউমার্কেট মোড়, বিনেরপোতা, ঘোনা, বাঁকাল, আলীপুর সহ সাতক্ষীরার বিভিন্ন স্থানে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কর্মী শেখ সালমান হাসান, শেখ মোস্তাফিজুর রহমান মুরাদ, আজমীর হোসেন ফারিব, মোঃ নুর হোসেন, মোঃ নাহিদ হাসান সহ আরো অনেকে।
মাস্ক বিতরণ বিষয়ে মোস্তাফিজুর রহমান শোভন জানান, নৈতিক দিক বিবেচনা করে ছাত্রলীগের পক্ষে জনসাধারণের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রনেতা শোভনের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ
পূর্ববর্তী পোস্ট