
আব্দুর রশিদ: চলতি মাসে দেশব্যাপী ১কোটি ডোজ টিকা প্রদানের ঘোষণা করেছে সরকার। সে মোতাবেক আওয়ামী লীগের কেন্দ্র থেকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জনসাধারনের জ্ঞাতার্থে ও উদ্বুদ্ধ করণে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরে মাইকিং করা হয়েছে।
এসময় স্বেচ্ছা সেবক লীগের পক্ষ থেকে বলা হয় ‘জীবন বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার। পরিবারের টিকা নেয়ার দায়িত্ব আপনার। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আগামী ১ সপ্তাহে দেশব্যাপী নতুন করে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এজন্য প্রতটি ইউনিয়নে ৩টি করে বুথে প্রতিদিন ৬০০জনকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। আপনার বয়স যদি ১৮ বছর হয়ে থাকে তাহলে পরিবারের সবাইকে সাথে নিয়ে এবং প্রত্যেকের ভোটার আইডি কার্ড সাথে নিয়ে নিকটস্থ টিকা দান কেন্দ্রে বুথে গিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করুন।’ জনসচেতনতায় উদ্বুদ্ধকরণ এ মাইকিংয়ের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা স্বেচ্ছা সেবক লীগ সহ-সভাপতি ও এপিপি এ্যাড. সাইদুজ্জামান জিকো।