
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে টিকার ২য় ডোজ নিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
রবিবার বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাতক্ষীরা সদর হাসপাতালে উপস্থিত হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড টিকা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের ডা. জয়ন্ত সরকার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, সাবেক ছাত্রলীগ নেতা বশির আহমেদ প্রমুখ। কোন প্রকার পার্শপ্রতিক্রয়া ছাড়াই তিনি শারীরিকভাবে বেশ সুস্থ আছেন বলে জানা গেছে।