সাতনদী অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাসে রোজা রাখার ফলে গত বছর ব্রিটেনে মুসলমানদের মধ্যে করোনাভাইরাসে মারা যাওয়ার হার বাড়েনি বলে জানা গেছে। সম্প্রতি দেশটির নতুন এক জরিপের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথ গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) ওই জরিপের ফলাফল প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গত বছর রমজানে রোজা রাখা ব্রিটিশ মুসলমানদের মধ্যে করোনায় মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে ওই জরিপে দেখা গেছে, রমজান মাসে রোজা রাখার সঙ্গে করোনায় মৃত্যুর কোনো সম্পর্ক নেই। কিন্তু রোজা রাখা ব্যক্তি করোনায় মারা যাওয়ার প্রমাণ ব্রিটেনে পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা।