ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নাজমুল করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ড. নাজমুল করিম আজ ভোররাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিসিতে মারা গেছেন।’
‘তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন’ উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ‘সেখানে তিন দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।’
ড. নাজমুল করিমের ডায়াবেটিস ও হাইপার টেনশন ছিল বলেও জানান তিনি।