
মনিরুল ইসলাম মনি: বৈশিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে এবং চলমান লকডাউনের কারনে সাতক্ষীরায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে সোনালী ব্যাংক লিমিটেড। হতদরিদ্র, কর্মহীন, অসচ্ছল ৩২৫ জন সুবিধাভোগীদের মাঝে সোনালী ব্যাংক সিএসআর এর অর্থিক সহায়তায় নগদ ২ হাজার করে টাকা প্রদান করা হয়। বুধবার বেলা ১২ টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগদ এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনোরঞ্জন বিশ্বাস প্রমূখ।