
অনলাইন ডেস্ক: ‘ওম নম শিবায়’ বলে গো-মূত্র ও গোবর খেয়ে নিলেই নাকি মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে করোনাভাইরাস! মারণ ভাইরাসের মোকাবেলায় এমন আজব দাওয়াই দিয়েছিলেন হিন্দু মহসভার সভাপতি স্বামী চক্রপানি৷ করোনা প্রতিরোধে লড়াই চালানো ভারতে এমন অদ্ভত কথা অনেক শোনা গেছে। এবার জানা গেল করোনার সংক্রমণ রুখতে গঙ্গার দ্বারস্থ হতে চেয়েছিল খোদ মোদি সরকার।
গঙ্গাজলের কি করোনা প্রতিরোধের ক্ষমতা আছে? এই বিষয়ে গবেষণা করা উচিত। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চকে (আইসিএমআর) এমনই ‘প্রস্তাব’দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু কেন্দ্রের সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে আইসিএমআর। জানিয়ে দিয়েছে, এই ধরনের বিষয়ে কোনো গবেষণা তারা করবে না। গোটা বিষয়টি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন আইসিএমআর–এর এক কর্মকর্তা।
করোনার সংক্রমণে কাঁপছে গোটা ভারত। এই পরিস্থিতিতে কেন্দ্রের পানি সম্পদ মন্ত্রণালয়ে গত ৪ এপ্রিল চিঠি লেখে ‘অতুল্য গঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। চিঠিতে তারা দাবি জানায়, গঙ্গায় নাকি ‘নিনজা ভাইরাস’ নামে একপ্রকার ভাইরাস রয়েছে, যা কি না ব্যাকটেরিয়া খায়। এই ভাইরাসই করোনাকে রুখতে সক্ষম।
এরপরই গত ৩০ এপ্রিল আইসিএমআর–এর কাছে গঙ্গার জল পরীক্ষার প্রস্তাব রাখে কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়। কিন্তু পত্রপাঠ তা ‘না’ করে দেয় আইসিএমআর। নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের ওই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এই বিষয়ে গবেষণা করতে নারাজ আইসিএমআর। তবে প্রয়োজনে ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করবে তারা। সূত্র:কালেরকন্ঠ ( আজকাল)।