নিজস্ব প্রতিদেক:
বর্তমান করোনা পরিস্থিতি ও খাদ্য সহায়তা বিতরণ নিয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় চেম্বার সভাপতির কার্যালয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরায় করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে যে সব শ্রমিক, দোকানদার ও ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছে তাদের তালিকা তৈরী করে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করতে হবে।
সম্পর্কিত খবর
- সাতক্ষীরায় পশুপাখির খাদ্যের সঙ্গে ছিল ১১৬ বস্তা সরকারি চাউল
- সাতক্ষীরা জেলা জুড়ে নারায়নগঞ্জ আতঙ্ক!
- গ্রাম পুলিশকে মারধোর করায় নৌবাহিনীর সদস্যর নামে থানায় অভিযোগ
- করোনায় মৃত্যু ১ লাখ ১৪ হাজার, আক্রান্ত ১৮ লাখ
- কোরিয়ান মডেলে বাংলাদেশে করোনা টেস্টিং বুথ
- সৌদিতে করোনায় মৃত ৫৯ জনের মধ্যে বাংলাদেশি ১০
যারা মধ্য বিত্ত কারও কাছে সাহায্য চাইতে পারেনা তাদের বাড়িতে গোপনে খাদ্য সহায়তা পৌছাতে হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সচেতনতার সাথে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দদের স্ব-স্ব অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান এমপি রবি।’
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, কনিষ্ঠ সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, মো. তাহমিদ সায়েদ চয়ন, শেখ আবুল বাশার পিয়ার, মো. সহিদুল হোসেন, মো. জাকির হোসেন লস্কর, সৈয়দ শাহিনুর আলী, আব্দুল্লাহ আল-মামুন, গোলাম আজম, দ্বীনবন্ধু মিত্র, মো. মশিউর রহমান, আসাদুজ্জামান সেলিম ও শেখ শাহীনুর রহমান বাবু প্রমুখ।