সাতনদী অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মধ্য সালুয়া চকবাজার সেবা মেডিকেল হল নামক ফার্মেসিতে রোববার দুপুর ১২টায় ড্রাগ সুপারের পরিচয় দিয়ে মহিলাসহ ৪ প্রতারক বিভিন্ন ওষুধ দেখতে চায়। তারা নিজেকে কখনো মানবাধিকার কর্মী, কখনো আবার সাংবাদিক বলে পরিচয় দেয়।
তাদের কথা-বার্তায় সন্দেহ হলে ফার্মেসির মালিকসহ স্থানীয় জনতা তাদের আটক করে স্থানীয় সালুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
ওই সময় প্রতারকদের কাছ থেকে পুলিশ পত্রিকার আইডি কার্ড ও ভিজিডিং কার্ড উদ্ধার করে। আটককৃতরা ইতোপূর্বেও অন্য এক প্রতারণার ঘটনায় আটক হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।
আটককৃতরা হলো- ইউসুফ ভূঁইয়া (৩৮), পিতা মৃত ইদ্রিস ভূঁইয়া, লক্ষীপুর, বেলাবো। রাজু মিয়া (৬৫), পিতা মৃত নিয়ত আলী, ভেলানগর (পশ্চিম), জেলা নরসিংদী। তালাত মাহমুদ (৫২), পিতা মৃত হারিছ মিয়া, ওয়ারী, নরসিংদী সদর। অনুফা ওরফে পোশন, (ডিভোর্সি) সাবেক স্বামী- বাচ্চু মিয়া, মাতা মর্তুজা বেগম, ভৈরব, কিশোরগঞ্জ। এ সময় তাদের সাথে এক সিএনজি চালক ছিলেন।