নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বাংলাভিশন টিভি চ্যানেলের সিনিয়র নিউজ রুম এডিটর শাফিন খানের ছোট ভাই তাসিন খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৪ জানুয়ারী) বাদ জোহর দুপুর ২ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। তার জানাজা নামাজে ইমামতি করেন, সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ইমাম মাও. মাহমুদুল হাসান। জানাজা নামাজ শেষে শহরের কামালনগর সরকারী কবর স্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে তার আত্নার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়। মৃত্যু কালে তিনি তিন ভাই, এক কন্যা ও স্ত্রীসহ বহুগুনগ্রাহী আত্নীয়স্বজন রেখে গেছেন। তিনি শহরের মুনজিতপুর এলাকার মরহুম আব্দুল মুকিত খানের ছোট ছেলে।
এর আগে গত মঙ্গলবার তিনি হার্ট অ্যাটাক জনিত রোগে খুলনা সিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। (ইন্না লিল্লাহি–রাজিউন)।