আব্দুর রহমান: জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৩ হাজার ৪৫৫জন পরিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৬ হাজার ৭৪৯ জন, দাখিল পরীক্ষায় হাজার ৫ হাজার ৫৮৬ জন ও এসএসসি (ভোকেশনাল) ১ হাজার ১২০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। জেলার সাতটি উপজেলার ৪৭টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এসএসসি পরীক্ষার প্রথম দিন (৩০ এপ্রিল) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্ররিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, কেন্দ্রে নিযুক্ত ম্যাজিস্ট্রেট ইউএনও ফাতেমা-তুজ-জোহরাসহ কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরা জেলায় ৪৭টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৪৫৫জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ২৭টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬,৭৪৯ জন, ১২টি দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫,৫৮৬জন এবং ৮টি এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১,১২০জন। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসিতে ৩ হাজার ২৮৫জন, এসএসসি (ভোকেশনাল) ২৯৮জন, দাখিলে ১ হাজার ১৭৯জন। সদরে ৭টি কেন্দ্রে মোট ৪ হাজার ৭৫২জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে।কলারোয়া উপজেলায় ৬টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৪৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ২৪১জন, দাখিলে ৬৩২জন। কলারোয়া উপজেলায় ৬টি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৫০জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তালা উপজেলায় ৯টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৭২৯জন, এসএসসি (ভোকেশনাল) ১৬৭জন, দাখিলে ৭১৩জন। তালা উপজেলায় ৯টি কেন্দ্রে মোট ৩ হাজার ৬০৯জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আশাশুনি উপজেলায় ৮টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৪৯২জন, এসএসসি (ভোকেশনাল) ৪৬জন, দাখিলে ১হাজার ৩৯জন। আশাশুনি উপজেলায় ৮টি কেন্দ্রে মোট ৩ হাজার ৫৭৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কালিগঞ্জ উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৬৪৬জন, এসএসসি (ভোকেশনাল) ২২০জন, দাখিলে ৭০৬ জন। কালিগঞ্জ উপজেলায় ৭টি কেন্দ্রে মোট ৩ হাজার ৫৭২জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে। দেবহাটা উপজেলায় ৪টি কেন্দ্রে এসএসসিতে ৯৫১জন, এসএসসি (ভোকেশনাল) ৩৮জন, দাখিলে ২৪৩ জন। দেবহাটা উপজেলায় ৪টি কেন্দ্রে মোট ১হাজার ২৩২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শ্যামনগর উপজেলায় ৬টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ১৫৮ জন, এসএসসি (ভোকেশনাল) ১১০জন, দাখিলে ১হাজার ৭৪জন। শ্যামনগর উপজেলায় ৬টি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৪২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষিধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ২৩ মে পর্যন্ত জেলার সকল কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে।
এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির
পূর্ববর্তী পোস্ট