বিনোদন ডেস্ক:
গান নিয়ে বেশ ব্যস্ত কণ্ঠশিল্পী ঐশী। নিজের একক অ্যালবামের কাজ মাত্রই শেষ হয়েছে। এবার এলো নতুন গান। নাম ‘যৈবন গেল’।
‘তিন কাল গিয়া এক কাল বাকি, আর চলবে না হায় চালাকি, সোনার বদন মাটি হইবো, থাকবো না রং বাহার, যৈবন গেল- হাসিতে খেলিতে আমার’- এমন কথায় আধ্যাত্মিক এ গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীত আয়োজন আছেন পরিচালক অণু মোস্তাফিজ।
গানটি গত সপ্তাহে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।
ঐশী বলেন, ‘দেশের মাটির মানুষেরা যে ধরনের গান পছন্দ করেন, এটি তেমন। এর কথার মধ্যে আমাদের সহজ-সরল কিন্তু গভীর বিষয় আছে।’
জানান, গানটি বিষয়বস্তু মৃত্যুচিন্তা। জীবনের শেষবেলায় এসে বিগত দিনের পাপাচারের কথা মনে করে বার্ধক্যে উপনীত একজন মানুষের অনুশোচনার বাণী এটি। যা মানুষের বোধকে নাড়া দেবে বলে মনে করেন এই গায়িকা।