নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন ছফুরন নেছা মহিলা কলেজের শিক্ষকরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ছফুরন নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম, সহযোগি অধ্যাপক এ.আর.এম সেলিম আখতার, মো. শাহাদাৎ হোসেন, মো. ফজলুর রহমান, পাম্পাবতী মুখার্জী, শেখ হেদায়েতুল ইসলাম, মো. জয়নুর রহমান, মেরিনা পারভীন ও মো. ইনজামামুল হক প্রমুখ। এসময় শিক্ষকবৃন্দ এমপি’র নিকট তাদের কলেজের উন্নয়নে বিভিন্ন দাবী তুলে ধরেন। এসময় এমপি রবি তাদের দাবী পুরণের আশ^াস প্রদান করেন।
এমপি রবির সাথে ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষকদের শুভেচ্ছা বিনিময়
পূর্ববর্তী পোস্ট