স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক আর ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ভাসে বাতাসে। অনেকবারই তাদের বিচ্ছদের খবর প্রচার হয়েছে। পরবর্তীতে সেটা মিথ্যা বলেও প্রমাণ হয়েছে।
দুজনের বিচ্ছেদের পালে আরও একবার হাওয়া লাগলো। সম্প্রতি সানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেন। সেখানে ছেলের সঙ্গে ইফতার করতে দেখা যায় তাকে । তবে সেখানে ছিলেন না তার স্বামী শোয়েব মালিক।
ভিডিওর নিচে ভক্তরা শোয়েবকে নিয়ে প্রশ্ন করেন। একজন বলেন, ‘শোয়েব মালিক কোথায়?’ আরেকজন লিখেন, ‘তাহলে কি সত্যিই আপনাদের বিচ্ছেদ হয়ে গেছে?’ সানিয়া অবশ্য এসব মন্তব্যের কোনোটিতেই উত্তর দেননি।
ইফতারে শোয়েবকে না দেখে প্রশ্ন তোলেন নেটিজেনরাও। তাদের আশঙ্কা, তাহলে কি সত্যিই ছাড়াছাড়ি হয়ে গেছে সানিয়া মির্জা আর শোয়েব মালিকের? এমন প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে সবখানে।
কিছুদিন আগে ছেলে আর পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেন সানিয়া। সেখানেও ছিলেন না মালিক। এর আগে মালিক তাঁর ইনস্টাগ্রামে কিছুদিন আগে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে একটি ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
তখনও দুজনের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা শুরু হয়।
এর আগে গত ডিসেম্বরেও শোয়েব মালিক আর সানিয়া মির্জার বিচ্ছেদের খবর বের হয়। গত বছর আয়েশা ওমরের সঙ্গে একটি বোল্ড ফটোশুট করেন শোয়েব। সেটার সূত্র ধরে তাদের বিচ্ছেদ হচ্ছে বলে ধারণা করা হয়। তবে পরবর্তীতে দেখা যায় নিজেদের রিয়েলিটি শো ‘দ্য মির্জা মালিক শো’ প্রচারের কৌশল ছিল সেটা।
তবে শোয়েব অবশ্য তখনও এ বিষয়ে মুখ খোলেননি। বরং নিজেদের ব্যক্তিগত বিষয়ে জবাব দেবেন না বলে জানান। সংবাদমাধ্যমের তাদের ব্যক্তিগত বিষয়ে সংবাদ প্রকাশ করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
আলোচিত এই দম্পতি ২০১০ সালে বিয়ে করেন। ২০১৮ সালের ৩০ অক্টোবর তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিক জন্মগ্রহণ করেন। শোয়েবের দেশ পাকিস্তান আর সানিয়ার দেশ ভারতের মধ্যে রাজনৈতিকা বৈরিতা অনেক দিনের। তবে সেটা তাদের প্রণয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি।
সানিয়া মির্জা কয়েকদিন আগেই পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন। ভারতীয় টেনিসে তাকে নারীদের অগ্রদূত বলা হয়। শোয়েব মালিক জাতীয় দলের বাইরে রয়েছেন অনেকদিন।
তবে এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন তিনি। গত বিপিএলে মিরপুরে শোয়েব খেলেন ক্যারিয়ারের ৪০০তম স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ।