আবারও নাজিয়া হাসান অদিতির গল্পের নায়ক হলেন জিয়াউল ফারুক অপূর্ব। ভাবছেন গেল সপ্তাহে যে দুজনার সংসার বিচ্ছেদের গল্পে তুলকালাম হলো মিডিয়া, তারাই আবার এক হয়ে নাটক করলেন! ঘটনা সত্য। তবে নাটকটির শুটিং হয়েছে দুজনার সম্পর্কে অবনতি ঘটার আগে। যা এখন প্রচারের সুযোগ পাচ্ছে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে।
নাটকটির নাম ‘রুদ্র আসবে বলে’। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। নাটকটির শুটিং হয়েছে এ বছরের শুরুতে।
হিমি বলেন, ‘একটি লাইব্রেরিতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে নাটকটির গল্প। ওই লাইব্রেরিতে চাকরি করেন অপূর্ব। সেখানে বই কিনতে আসেন মেহজাবীন। তারপর দুজনের মধ্যে দারুণ একটা সম্পর্ক হয়। সেটা প্রেম অবধি গড়ায়। বলতে পারেন ধনী-গরিবের দারুণ একটা প্রেমের গল্প দেখবেন দর্শকরা।’
এদিকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি অদিতি বা অপূর্বর কাছ থেকে। সূত্র:ইত্তেফাক