
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর এলাকা থেকে ২১টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুগুলো উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্বদানকারী শ্যামনগর থানার এস.আই মোস্তফিজুর রহমান জানান, গোপন সংবাদে ভারত থেকে চোরাই পথে আনা ২১টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। ভারত থেকে চোরাই পথে আমদানী করা চোরাকারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মথুরাপুর গ্রামের নুর ইসলাম গাজীর পুকুর পাড় থেকে গরুগুলো উদ্ধার করা হয়েছে। নুর ইসলাম বলছেন, গরুগুলো কারা বেঁধে রেখে গেছেন আমি জানি না। এটি সুন্দরবন উপকূলীয় এলাকা। গরুগুলো থানায় নেওয়া হচ্ছে। ২১ টি গরুর আনুমানিক মূল্য সাড়ে দশ লাখ টাকা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, আমি জরুরী মিটিংয়ে বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। পরে জানাতে পারবো।