স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হত-দরিদ্র অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শাড়ি, লুুঙ্গী ও পাঞ্জাবী বিতরণ করলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হক।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার উদ্যোগে ২৭ রমজান শুক্রবার সন্ধায় শহরের খুলনা রোড মোড়ে সংগঠনের কার্যালয়ে হত-দরিদ্র অসহায় একশ জন নারী ও পুরুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, ৯নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মনজুরুল হাসান, যুগ্ম সম্পাদক আলমগির হোসেন, সাংগঠনিক সম্পাদক তৈবুর, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজিবর রহমান প্রমুখ।
উল্লেখ্য, চলতি মাসের ২২ তারিখেও শতাধিক নারী ও পুরষের মাঝে ঈদের পোষাক বিতরন করেছিলেন নুরুল হক।