নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের মাঝে ঈদ উপহার সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকালে শহরের সুলতানপুর মল্লিক বাড়ির সামনে সুলতানপুর বড় বাজার শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আব্দুর রহিম বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় অতিথি হিসেবে ঈদ উপহার সেমাই-চিনি বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সুলতানপুর বড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ই¯্রাফিল হোসেন, মোটরসাইকেল চালক সমিতির সেক্রেটারী মো. সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাকিম গাজী, মো. আব্দুর রহিম বাবু’র পুত্র মো. আরাফাত হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ও সুলতানপুর বড় বাজার শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় ৪ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সেমাই ও চিনি বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমান্ত কলেজের প্রভাষক শাহাজান।