নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের সাতক্ষীরা অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহরের মিনিমার্কেট এলাকায় মামুন মটরস্ ও মেহেমেত প্রিন্টিং প্রেস এর প্রোপ্রাইটর এস. কে মামুন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এবং অফিস উদ্বোধন করেন বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটাররী এন্ড মটর চালিত অটোরিকশা অটো বাইক সার্ভিস লি: এর ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটাররী এন্ড মটর চালিত অটোরিকশা অটো বাইক সার্ভিস লি: এর মার্কেটিং ডিরেক্টর আখতার আহামদ, যশোর প্রতিনিধি শহিদুল ইসলাম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, সাংবাদিক আমিনুর রশীদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মামুন মটরস্ ও মেহেমেত প্রিন্টিং প্রেস এর সহকারী ম্যানেজার শেখ মো. শরিফুল আনাম, মোছা. রাজিয়া সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীর শাখার জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম।
ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট