প্রেস বিজ্ঞপ্তি: “তরূণদের জন্য সবুজ দক্ষতা: এক টেকসই পৃথিবীর লক্ষ্যে” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা ইয়ূথ হাবে ও ক্যাথলিক চার্চ মিশনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরা ইয়ূথ হাবে ও ক্যাথলিক চার্চ মিশনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশন ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে দিন ব্যাপী আন্তর্জাতিক যুব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় তরূণ-তরূণীদের মধ্যে স্বপ্নের সবুজ পৃথিবী বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতা করা হয়। এর পর বাস্কেটে বল ছোড়া, বেলুন ফাটানো, রশি টানাটানি, বল পাচিংসহ বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। বিকালে তরূণ ও বয়োজৈষ্ঠ্যদের মধ্যে ক্যাথলিক চার্চ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সকল খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক যুব দিবসে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের তরূন-তরূনী অংশগ্রহণ করেন।
ইয়ূথ হাবের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
পূর্ববর্তী পোস্ট