
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে: সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডাক্তার সবিজুর রহমান আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকবৃন্দ, নার্সসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি সিভিল সার্জন ডাক্তার সবিজুর রহমান চিকিৎসা সেবা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

