
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে তিনি আশাশুনিতে আগমন করেন।
করোনা ভাইরাস সম্ভাব্য আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে হাসপাতাল সাজানোর অবস্থা স্বচক্ষে দেখতে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেনটাইন ও আইসোলেশন ইউনিট পরিদর্শন করেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পারিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার ও অন্য কর্মরত চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।