
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সেবাশ্রম (প্রণব মঠ) এর স্বামীজী স্বামী সোমানন্দজী মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রবিবার রাতের কোন এক সময় তিনি সেবাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যক্ষ সোমানন্দজী মহারাজ রবিবার রাতে যথারীতি আশ্রমে নির্দিষ্ট কক্ষে ঘুমোতে যান। রাতের কোন এক সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভোর ৪ টার দিকে প্রার্থনার সময় না ওঠায় ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় আশ্রমের লোকজন বিভিন্ন স্থানে মোবাইলে ঘটনা জানান। খবর পেয়ে তারা আশ্রমে পৌছে ঘরের দরজা ভেঙ্গে তাকে মৃতাবস্থায় দেখতে পান। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, অধ্যক্ষ সোমানন্দজী ৭ বছর বয়সে আশ্রমে আসেন। ১৯৮৫ সালে তৎকালীন স্বামীজীর মৃত্যুর পর তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন। সেই থেকে নিরলস ভাবে, সাবলীল আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে অর্পিত দায়িত্ব পালন করে এসেছেন। অধ্যক্ষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। মৃত্যু সংবাদ শুনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীলকন্ঠ সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুবোধ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার মন্ডল প্রমুখ আশ্রমে গমন করেন।