আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা-আশাশুনি সড়কের দু-পাশে দাঁড়িয়ে থাকা শত শত সবুজ গাছ দাঁড়িয় ছিল। মনোরম শোভা ও ছায়া প্রদান করে হাজার হাজার মানুষের মন কেড়ে ছিল। কিন্ত হঠাৎ করে এ গাছ গুলোতে এক ধরনের পোকার আক্রমনে গাছগুলো মরে শুকিয়ে গেছে। মরা গাছগুলো এখন মরণ ফাঁদে পরিণত হতে চলেছে। সামান্য ঝড় বা প্রাকৃতিক দূর্যোগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে এসব গাছের নিচ দিয়ে যাতায়াতকারী স্কুল কলেজের শিক্ষার্থী সহ জন সাধারন। স্থানীয়দের দাবী, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে এসব মরা গাছ গুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়া হোক। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা-আশাশুনি সড়কের ভালুকা চাঁদপুর, সাত্তারের মিল, কোমরপুর, কুল্যার মোড় বাকা সড়কের কাদাকাটি, বুধহাটা শোভনালী সড়কে, গোয়ালডাঙ্গা বড়দল সড়কের দু-পাশে দাঁড়িয়ে আছে শত শত মৃত-অর্ধমৃত ও শুকিয়ে যাওয়া শিশুচটকা গাছ। শিশু প্রজাতির এসব বড় গাছ মারা গেছে অনেকদিন আগে। এসব মরা গাছ ও গাছের ডালপালা সামান্য বাতাস বা ঝড়ে ভেঙে পড়ছে সড়কের ওপর। আর এতে দুর্ঘটনায় পড়ছে শিক্ষার্থী, পথচারী ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। যেকোনো সময় গাছ ও গাছের ডালপালা ভেঙে পড়ায় ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে রাতের আঁধারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন মরণ ফাঁদ। মরা গাছের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এসব গাছ কেটে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আশাশুনি-সাতক্ষীরা সড়কে মরা গাছ, দুর্ঘটনার আশংকা
পূর্ববর্তী পোস্ট