
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সরকারি কলেজে হাত ধৌতকরণ প্রকল্প, ওয়াশরুম ও কলেজের অভ্যন্তরীণ রাস্তা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে মেইন ফটকে হাত ধৌতকরণ প্রকল্প, স্যনিটেশন জোরদার করতে ৪টি ওয়াশরুম ও অভ্যন্তরীণ রাস্তা প্রশস্তকরণ এর পর উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, প্রভাষক মাখনলাল দফাদার, প্রভাষক জাকির হোসেন ভুট্টো, প্রভাষক ফিরোজ আলম, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, প্রভাষক গোলাম কবির, প্রভাষক দীপঙ্কর কুমার মল্লিক, প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স, জাহিদুল ইসলাম, প্রভাষক আকরামুজ্জামান, প্রভাষক তরিকুল ইসলামসহ শিক্ষক কর্মচারীবৃন্দ। উদ্বোধনকালে অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ শিক্ষক কর্মচারী, এসএসসি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, করোনার প্রকোপ প্রতিরোধে ও স্যনিটেশন জোরদার করাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষে কলেজের মেইন ফটকে হাত ধৌতকরণ প্রকল্প, ৪টি ওয়াশরুম ও যাতায়াতের পথ সুগম করতে চলাচলের রাস্তা প্রশস্তকরণের কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। যা সকলের নিকট এখন দৃশ্যমান হয়ে দাড়িয়েছে। এসময় তিনি কলেজ ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।