
আশাশুনি প্রতিবেদক :
আশাশুনি সরকারি কলেজে আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় খেলার শুভ উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। প্রভাষক তারিকুল ইসলাম, প্রভাষক রায়হান মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠুন ইসলামসহ কলেজের শিক্ষকমন্ডলী খেলা উপভোগ করেন।
খেলায় বিজ্ঞান বিভাগ ও হিসাব-বাণিজ্য বিভাগ ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। নির্দ্ধারিত ১০ ওভারের খেলায় হিসাব ও বাণিজ্য বিভাগ ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করে। জবাবে বিজ্ঞান বিভাগ ক্রিকেট একাদশ ৯.২ ওভারে ৫ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে জয়লাভ করে। আম্পায়ারের দায়িত্ব পালন করেন, প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স ও প্রভাষক গোলাম কবির। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক মাসুদুর রহমান। সার্বিক পরিচালনায় ছিলেন প্রভাষক জাহিদুল ইসলাম।