
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকালে হাড়ীভাঙ্গা বাজারে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাড়ীভাঙ্গা বাজার ও মৎস্য সেটে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এরমধ্যে মাইকিং করে লকডাউন সম্পর্কে সতর্ক করা, সরকারি বিধি নিষেধ মান্য করতে কঠোর ব্যবস্থা নেওয়া, করোনা ভাইরাস থেকে নিজে, পরিবার ও এলাকাবাসীকে সুরক্ষায় করনীয়তা নিয়ে প্রচার করা হয়। সাথে সাথে সকলের মাঝে মাস্ক বিতরণ করেন চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন।