
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদরের ৯ নং ওয়ার্ডের শীতলপুর গ্রামের ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন।
রবিবার সন্ধ্যায় শীতলপুরের পশ্চিম পাড়ায় সমাজসেবক আশরাফ আলী খোকনের সভাপতিত্বে চেয়ারম্যান মিলন বলেন- আমি নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি করে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক একটি পরিষদ গঠন করে জনস্বার্থে কাজ করে চলেছি। আমি কোন অবৈধ কর্মকান্ডে জড়িত ছিলাম না এবং আমার কোনো ঘের দখল জমি দখলের মতো সন্ত্রাসী বাহিনী নাই। ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আগামী নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করতে তিনি সকলের কাছে আহ্বান জানান।
সাহেব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহিনুর আলম শাহীন, মিজানুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সমাজসেবক শরিফুল ইসলাম বাপ্পী, চিনি দাস, হোসেনুর রহমান,আব্দুর রহিম প্রমুখ।