আশাশুনি প্রতিবেদক: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে ভিজিডি’র টাকা বিতরণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ মে) সকালে পরিষদ চত্বরে টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সরকার এ বছর ভিজিডি’র চাউল এর পরিবর্তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার “নগদ অর্থ-ইফতারের টাকা” সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলার নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।