
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি সদর ইউনিয়নের জেলেখালি দয়ারঘাটের ভাঙ্গন কবলিত এলাকাকে রক্ষার্থে রিং বাধ নির্মানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সোমবার বিকালে ঝুকিপূর্ণ ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের উপস্থিতিতে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান, রাজনীতিবিদ, সমাজ সেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গের আলোচনা শেষে নিজস্ব অর্থায়নে এলাকাকে বাঁচানোর স্বার্থে রিং বাঁধ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, বৃহত্তর স্বার্থে সকলকে ত্যাগ স্বীকার করে দলমতের উর্ধ্বে থেকে মানব কল্যাণে কাজ করে যেতে হবে। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে কোন রাজনীতি করতে দিব না। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের যার যার সামর্থ অনুযায়ী রিং বাঁধে আর্থিক সহযোগিতা করেন, অবশিষ্ট যে টাকা লাগে সেটা আমি দেব। তখন সকলের সম্মতিক্রমে রিং বাঁধ নির্মানে একমত পোষণ করা হয়।
এ সময় সাবেক চেয়ারম্যান আলহাজ এস এম শাহাজাহান আলী, চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাবেক চেয়ারম্যান এ্যাড.শহিদুল ইসলাম পিন্টু, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আওয়ামীগ লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, সমাজসেবক নুরুল হক, ঢালী শামছুল আলম, তাহমিদ হোসেন ডেভিড, হুমায়ুন কবীর সুমন, আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।