
সচ্চিদানন্দদেসদয়: শিশুর প্রতি শারিরীক সহিংসতা বন্ধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আশাশুনির কচুয়া গার্লস স্কুলে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২৩ জন শিক্ষকদের নিয়ে কর্মশালায় উপস্থিত ছিলেন আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্বপন ডেভিট সাহা , কচুয়া গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক করুনাময় সানা, শিক্ষক মাওঃ আবু ইসহাক, ফ্যাসিলিটেটর তুহিনুর রহমান, লিপিকা সরকার প্রমুখ। এসময় প্রচারভিযান ছিল আমিই পারি শিশুর প্রতি শারিরীক সহিংসতা বন্ধ করতে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে। অনুষ্ঠানে শিশুদের শারিরীক, মানসিক নির্যাতন বন্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।