
নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে তাবলীগ জামায়াতের থানা আমীরের বিরুদ্ধে আশাশুনি সদরের বড় দূর্গাপুর জামে মসজিদের টাকা পয়সার হিসাব নিকাশ কুক্ষিগত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মসজিদ কমিটির বর্তমান সভাপতি আশাশুনি থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগ এবং মসজিদের বর্তমান কমিটির সদস্যদের বক্তব্য থেকে জানা গেছে, আশাশুনি সদরের বড় দূর্গাপুর গ্রামের মৃত মোজাহার উদ্দীন সরদারের পুত্র আশাশুনি উপজেলা তাবলীগ জামায়াতের আমীর আইয়ুবুর রহমান খোকন ও বড় দূর্গাপুর গ্রামের মৃত আহাদ আলী মোড়লের পুত্র মসজিদের সাবেক ইমাম আনজার মোড়ল ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর যাবৎ এক প্রকার গায়ের জোরে মসজিদের পরিচালনা কমিটি হিসেবে দায়িত্বে থাকা কালীন বড় দূর্গাপুর জামে মসজিদের সব কিছু কব্জা করে রাখে। উক্ত মসজিদকে তারা তাবলীগ জামায়াতের আস্তানা বানায়। সেখানে উপজেলা তাবলীগ জামায়াতের সকল রান্না বান্না ও খাওয়া দাওয়াও চলতো। এ নিয়ে মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও তৈরী হয়। উক্ত সময়ে (২০০৯-২০১৯ সাল) তারা মসজিদের আয় ব্যয়ের কোন হিসাব মুসল্লিদের সামনে উপস্থাপন করেনি। যার ফলশ্রুতিতে বিগত ১৮/১০/২০১৯ তারিখে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সমন্বয়ে মসজিদের নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিগত ২৭/১০/২০১৯ তারিখে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বাক্ষরিত পত্র মারফত তাদেরকে পত্রপ্রাপ্তি ৭ দিনের মধ্যে ১ জানুয়ারী ২০১০ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত মসজিদের সমুদয় হিসাব সহ প্রয়োজনীয় কাগজপত্র বর্তমান কমিটির কাছে বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়।এমনকি মসজিদ কমিটির সদস্যরা মৌখিকভাবে তাদেরকে বিষয়টি বলেন। কিন্তু তারা কমিটির দায়িত্বপ্রাপ্তদের কাছে দীর্ঘ দিনের অর্থনৈতিক হিসাব নিকাশ না দিয়ে তালবাহানা করে হয়রানী করছে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে। এ নিয়ে গত বছর মসজিদের দু’পক্ষের মধ্যে মারামারি ও সংঘঠিত হয়।সর্বশেষ বিগত ২০/১২/২০২০ তারিখে স্থানী য়গন্যমান্য ব্যক্তি বর্গের মাধ্যমে হিসাব নেয়ার কথা বললে আনজার মোড়ল তার কাছে কোন হিসাব কিতাব নেই এবং সে কোন হিসাব দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। এমতাবস্থায় মসজিদরে মুসল্লিদের দাবীর প্রেক্ষিতে বিগত দিনের হিসাব নিকাশ বুঝে পাওয়ার জন্য কমিটির বর্তমান সভাপতি মাহবুবুর রহমান বাদী হয়ে আনজার মোড়ল ও আইয়ুবুর রহমান খোকন এর বিরুদ্ধে গত ১৬/০৩/২০২১ তারিখে আশাশুনি থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি মধ্যস্থতা করার জন্য এসআই আজিজুল ইসলামের উপর দায়িত্ব দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ব্যাপারে আনজার মোড়ল তার কাছে কোন হিসাব নিকাশ নেই, সব হিসাব তাদের আমীর আইযুবুর রহমান খোকন এর কাছে বলে সংশ্লিষ্টদের জানায়। এ ব্যাপারে তাবলীগ জামায়াতের উপজেলা আমীর আইয়ুবুর রহমান খোকনের বক্তব্য জানার জন্য তার খোঁজ নেয়া হলেও বর্তমানে তিনি তাবলীগ জামায়াতের কাজে এলাকার বাইরে থাকায় (তাকে না পাওয়ায়)তার বক্তব্য পাওয়া যায়নি।