
আশাশুনি প্রতিবেদক: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আশাশুনি মটর সাইকেল সমিতির সদস্যদের সাথে সদর ইউপি চেয়ারম্যান মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সভায় আশাশুনি মটর সাইকেল সমিতির সভাপতি মোঃ মির্জা ও সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌসসহ সমিতির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।